হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৬ আগষ্ট। আগামী ১লা সেপ্টেম্বর সাব্রুমের ফেনী নদীর উপর ন ব নির্মিত মৈত্রী সেতুর দারোদঘাটন মাধ্যমে জনগণের জন্য উৎসর্গ করা হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে। সেই দিকে লক্ষ্য রেখে আজ সাব্রুম মহকুমা শাসকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মৈত্রী সেতু সহ সমগ্ৰ এলাকা পরিদর্শন করেন। বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন।যে সব কাজ এখনও শেষ করার বাকি রয়েছে। সেই সব কাজগুলো শেষ করতে দপ্তর কতৃপক্ষ কে নির্দেশ দেয়া হয়েছে।
সাব্রুম মৈত্রী সেতু চালু হলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন সামগ্রী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সরবরাহ করা যাবে।তাতে এক সময়ের পিছিয়ে পড়া সাব্রুম শহর আন্তর্জাতিক মর্যাদা লাভ করতে পারবে।
