হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৬ আগষ্ট। আজ সি পি আই এম তথা বামফ্রন্ট মনোনীত উপনির্বাচনের প্রার্থী ধনপুর কেন্দ্রে কৌশিক চন্দ এবং বক্সনগর কেন্দ্রে মিজান হোসেন সোনামুড়া মহকুমা শাসক অফিসে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করার সময় সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ,রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে এবং বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান নারায়ন কর সহ বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেয়ার আগে বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীসমর্থকগন মিছিল করে সোনামুড়া মহকুমা শাসক অফিসে পৌঁছে। মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রার্থীদের পক্ষে সমবেত সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, মানিক দে, নারায়ন কর সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
