হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৬ আগষ্ট। বিধানসভা উপনির্বাচনে তিপরা মথা লড়াই করতে প্রস্তুত বলে বিধানসভা বিরোধী দল নেতা অনিমেষ দেবর্বমা জানিয়েছেন। এখন ও প্রার্থীদের নাম ঘোষণা করা হয় নি। তিপরা মথা দল নির্বাচনে থাকায় শাসকদল বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত বলা যেতে পারে।এখন দেখতে হবে বি জে পি প্রার্থীদের জয়ের মার্জিন কত বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ধারনা করা হচ্ছে এই নির্বাচনে ধনপুর কেন্দ্রে বি জে পি প্রার্থীর মার্জিন গত বিধানসভা নির্বাচন থেকে বৃদ্ধি পাবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।
হাবেলী ডিজিটাল ডেস্ক থেকে আগাম বলা হয়েছিল আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত তিপরা মথা দল বি জে পি সাথে থাকবে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছু পেতে হলে বি জে পি সাথে থাকতে হবে।নয় তো তাদের কোন দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিবে না।
অন্যদিকে মথা ময়দানে থেকে ভোট কাটাকাটি করে।তাহলে বি জে পি প্রার্থীর জয় নিশ্চিত। সেই জন্য মথাকে ময়দানে রাখতে সর্বদা চেষ্টা করে যাবে বি জে পি।
সেই লক্ষ্যে এবার স্বাধিনতা দিবসে টি টি এ এ ডি সি মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অনেক কে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে উপস্থিত ও ছিলেন।
