চাপে পড়তে যাচ্ছে বি জে পি: সরাসরি লড়াই সি পি আই এমের সাথে ?

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৬ আগষ্ট। কংগ্রেস এবং তিপরা মথা দল সি পি আই এম তথা বামফ্রন্ট প্রার্থীদের কে বিধানসভা উপনির্বাচনে সমর্থন করতে যাচ্ছে।যদি উভয়দল সি পি আই এম প্রার্থীকে সমর্থন করে তাহলে বি জে পি প্রার্থী জয় কঠিন হয়ে পড়বে।তা হলফ করে বলা যেতে পারে।
ধারনা করা হয়েছিল তিপরা মথা দল একক ভাবে লড়াই করবে।কিন্ত তিপরা মথা দল থেকে আজকে এখন পর্যন্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয় নি। কংগ্রেস দল ও এখন পর্যন্ত প্রার্থী নাম ঘোষণা করা হয় নি। আগামী কাল মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন। আগামী কাল বিকেল তিনটার পর আর মনোনয়ন পত্র দাখিল করা যাবে না।
তিপরা মথা দল থেকে প্রার্থীর নাম ঘোষণা করা না হলে ও বিধানসভা নির্বাচনে কোনদলকে সমর্থন করবে সেই সম্পর্কে ও এখন ও সিদ্ধান্ত জানা যায় নি। আগামী ১৯/২০ আগষ্ট দলীয় বৈঠক শেষে এই সম্পর্কে জানা যাবে বলে বিধানসভা বিরোধী দল নেতা অনিমেষ দেবর্বমা আজ বলেছেন।
তিনি আরো ও বলেন রাজ্যে মথা এখন রাজনৈতিক ফ্যাকটর। এই দলকে বাদ দিয়ে কোন দল রাজ্যের ক্ষমতায় আসতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
রাজ্য কংগ্রেস আজও প্রার্থী নাম ঘোষণা করে নি।
অপরদিকে বক্সনগর বিধানসভা কেন্দ্রে স্থানীয় কংগ্রেস কর্মীসমর্থকগন বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে মিছিল মিটিং শুরু করেছে। এই থেকে অনুমান করা হচ্ছে কংগ্রেস দল প্রার্থী দাঁড় করাবে না।তাই যদি হয়। তাহলে উপনির্বাচনে হাড়াহাড়ি লড়াই হবে।বামফ্রন্ট ও বি জে পি মধ্যে। গত বিধানসভা নির্বাচনে তিপরা মথা দল ময়দানে থাকায় ধনপুর কেন্দ্রে বি জে পি জয়ী হয়। কিন্তু বক্সনগর কেন্দ্রে বামফ্রন্ট জয়ী হয়।আসন দুই টি বামফ্রন্টের শক্তি ঘাটি বলে পরিচিত। দুই টি কেন্দ্রে ই মুসলিম ভোট বিশাল ফ্যআকট। আগামী কালকের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *