Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর, পড়ুন দেশের প্রতিষ্ঠিত সংবাদপত্র হাবেলি Habely

বামফ্রন্টের তৎপরতায়ভেস্তে গেল জোট

হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ আগষ্ট।বামফ্রন্টের তৎপরতায় শেষ পর্যন্ত ভেস্তে গেল ইন্ডিয়া তথা ত্রিদলীয় নির্বাচনী জোট।
বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া দল রাজ্যে বি জে পি কে পরাস্ত করতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেয়ার লক্ষ্যে সি পি আই এম রাজ্য অফিসে বৈঠকে মিলিত হয়। সেই বৈঠকে তিপরা মথা দলের অনিমেষ দেবর্বমা, কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায়বর্মণ এবং সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ও মানিক দে উপস্থিত ছিলেন। এই বৈঠকে বসার সংবাদ প্রকাশ পাবার পর শাসকদল বি জে পি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে বিরোধী দলের উদ্যোগে জনগনের মধ্যে ও আশার সঞ্চার দেখা দিয়েছিল ।কিন্ত সি পি আই এম তথা রাজ্য বামফ্রন্ট কমিটি কংগ্রেস এবং তিপরা মথা দলকে চাপে ফেলে তাদের সমর্থন আদায় করতে ময়দানে নেমে পড়ে।
বৈঠকের ২৪ ঘন্টা না যেতেই সি পি আই এম তাদের প্রার্থীর নাম ঘোষনা করে দেন।
বামফ্রন্টের ভূমিকায় তিপরা মথা এবং কংগ্রেস দলের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়।সি পি আই এম রাজ্য নেতৃত্ব কারণে নীচুতলার কর্মী সমর্থকদের বিশাল অংশ এখন উপনির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নামবে না অভিজ্ঞ মহলের অভিমত।
অন্যদিকে সি পি আই এমেই বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্র শাসকদল বি জে পি কে উপঢোকন দেয়া র ক্ষেত্রে এক দাপ এগিয়ে দিয়েছে বলে অভিমত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *