বাজারে সবজি,মাছসহ সব কিছু দাম ঊর্ধ্বমুখী: দুর্ভোগ

বাজারে সবজি,মাছসহ সব কিছু দাম ঊর্ধ্বমুখী: দুর্ভোগ

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ আগষ্ট। স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্ৰীসহ শাক সবজি ও মাছের দাম আকাশছোঁয়া।দাম ঊর্ধ্বমুখী হ‌ওয়ায় সাধারণ মানুষের পকেটে পড়ছে টান। বাজারে গিয়ে ক্রেতাগন দিশেহারা।একাংশ দালালের কারণে যেকোন জিনিষের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে বলে অভিযোগ। শাক সবজি মাছসহ অন্যান্য সামগ্রী উৎপাদন কারিগন ন্যায্যমূল্য পাচ্ছে না।ফড়েদের এখন উৎপাদন কারিগনদের বাড়িতে গিয়ে সামগ্ৰী কিনে নিয়ে আসে। উৎপাদন কারিগনদের কাছ থেকে সামগ্ৰী কিনে নিয়ে এসে ফডেগন তাদের মত জিনিসের দাম ঠিক করে দেয় বাজারে বিক্রেতাদের।তখন বিক্রেতা গন সেই হিসেবে বাজারে শাক সবজি ও মাছসহ বিভিন্ন সামগ্ৰী বিক্রী করে।
অন্যদিকে এখন অধিকাংশ বিক্রেতার লক্ষ্য কম পরিশ্রমে বেশি আয় । কম বিক্রিতে কম আয় করতে রাজি নয়।যার জন্য বাজারে সবজি সামগ্ৰীর দাম ঊর্ধ্বমুখী।
খাদ্য দপ্তর থেকে বাজারে কোন নিয়ন্ত্রন নেই। সরকার বাজার নিয়ন্ত্রণ করতেন তাহলে বাজারে শাক সবজি মাছসহ বিভিন্ন সামগ্ৰী দাম মানুষের নাগালের বাইরে যেত না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *