হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ আগষ্ট।ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী বাছাই করতে আজ দুপুরে বি জে পি কোর কমিটির বৈঠক রাজ্য অফিসে বসে। এই বৈঠকে দলের রাজ্য পর্যবেক্ষক ড. সম্বিত পাত্র উপস্থিত ছিলেন। এছাড়া রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। আজকের মধ্যে ধনপুর এবং বক্সনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।। প্রার্থী নাম চূড়ান্ত হবার পর কেন্দ্রীয় কমিটির অনুমোদন জন্য পাঠানো হবে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন পরেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। সংবাদ সূত্রে জানা গেছে
স্থানীয়দের প্রার্থী পদে অগ্ৰাধিকার দেয়া হতে পারে।।
