হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ আগষ্ট। স্বাধীনতা দিবসে তিপরা মথা দল জনজাতিদের জন্য বিশেষ উপহার পাচ্ছে ?
৭৭ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিপরা মথা দলের এক প্রতিনিধি দল দিল্লীতে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই আগরতলা ত্যাগ করছেন বলে সংবাদ।
তিপরা মথা দলের পক্ষে রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা অনিমেষ দেবর্বমা সহ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেবর্বমা এবং মুখ্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া প্রতিনিধি দলে রয়েছেন।
আগামী কাল দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে দিল্লীর লালকেল্লাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করবেন। সেই অনুষ্ঠানে তিপরা মথা দলের প্রতিনিধিদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদ। কেন্দ্রীয় সরকারের আমন্ত্রন পেয়ে মথার প্রতিনিধি দল দিল্লীতে ছুটে যাবার সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠন হয়েছে প্রায় ৩৫ বছর উপরে।
দেশের কোন রাজ্য বা জনগোষ্ঠী কে বিশেষ ক্ষমতা ঘোষণা কেন্দ্রীয় সরকার আগষ্ট মাসে দিয়ে থাকেন।
১৯৮২ সালে আগষ্ট মাসে তৎপরতা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের বিল সংসদে পাস করেছিল।ঐ দিক বিবেচনা করে ধারণা করা হচ্ছে আগামী কাল তিপরা মথা দলের কোনো দাবিকে সমর্থন করতে পারে কেন্দ্রীয় সরকার।না হলে উপনির্বাচনে মুখে স্বাধীনতা দিবসের দিনে মথার প্রতিনিধি দলকে দিল্লী নিয়ে যাবার পেছনে রহস্য কি ? এই নিয়ে চলছে গুঞ্জন। উপনির্বাচনে কংগ্রেস,সি পি আই এম সাথে মথা নির্বাচনী জোটে যাবে না।তা পরিষ্কার।
