হাবেলী ডিজিটাল ডেস্ক। ১৩ আগষ্ট। আগরতলা। ত্রিদলীয় বৈঠকের ২৪ ঘন্টা না যেতেই বামফ্রন্ট উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। সেই সাথে সাথে ত্রিদলীয় জোট গঠন ভেস্তে গেল।জোট ভেস্তে যাওয়ায় শাসকদল বাড়তি সুযোগ পেয়ে গেল। উপনির্বাচনে দুই টি আসন বি জে পি অনুকূলে যাবার পথ সুগম হল।
গতকাল দুপুরে সি পি আই এম রাজ্য অফিসে তিপরা মথা, কংগ্রেস এবং সি পি আই এম এক প্রতিনিধি দলের বৈঠক বসেছে ছিল। সেই বৈঠকে তিপরা মথা দলের বিধায়ক অনিমেষ দেবর্বমা, কংগ্রেস দলের সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায়বর্মণ এবং সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ও মানিক দে উপস্থিত ছিলেন।
উপনির্বাচনে বি জে পি প্রার্থীকে পরাজিত করতে ঐক্যবদ্ধ ভাবে তিনদল প্রার্থী দেয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। কংগ্রেস ও বামফ্রন্ট জোট করতে আগ্রহী।কিন্ত তিপরা মথা দল জোট করতে আগ্রহী নয়। গতকালের মিটিং শেষে মথার প্রতিনিধি অনিমেষ দেবর্বমা দলের সিদ্ধান্ত ছাড়া কিছু বলতে পারছিলেন না।
রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা তিপরা মথা দল বি জে পি কে নির্বাচনে সুবিধা করে দিতে পৃথক ভাবে লড়াই করবে। মথার ভোট কাটাকাটি তে বাড়তি সুযোগ পেয়ে বি জে পি হয়তো দুই টি আসন নিজেদের দখলে নিয়ে আসতে সক্ষম হবে। জনগনের রায়ের জন্য ৮ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
