হাবেলী ডিজিটাল ডেস্ক। ১৩ আগষ্ট। আগরতলা। উপনির্বাচনের দুই টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট কমিটি চেয়ারম্যান নারায়ন কর প্রার্থীদের নাম ঘোষণা করেন।সি পি আই এম রাজ্য অফিসে সাংবাদিক সম্মেলনে ফরোয়ার্ড ব্লকে পক্ষে পরেশ সরকার,সি পি আই পক্ষে ডাক্তার যুধিষ্ঠির দাস,আর এস পি প্রতিনিধি সহ সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী উপস্থিত ছিলেন।
ধনপুর বিধানসভা কেন্দ্রে কৌশিক চন্দ এবং বক্সনগর কেন্দ্রে মিজান হোসেন কে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। ধনপুর কেন্দ্রে কৌশিক চন্দ ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। গতবিধানসভা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে বি জে পি প্রার্থী শ্রীমতি প্রতিমা ভৌমিক কাছে শ্রীচন্দ পরাজিত হয়েছেন।
বক্সনগর কেন্দ্রে শামসুল হক ছেলে মিজান হোসেন কে প্রার্থী করা হয়েছে।শ্রীহক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেখানে হকের ছেলে কে বামফ্রন্ট প্রার্থী করেছে। এই বার প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন।যদিওমিজান দীর্ঘদিন সি পি আই এম দলের শাখা সংগঠনের হয়ে সোনামুড়া মহকুমায় কাজ করছে আসছে।উভয় কেন্দ্রে বামফ্রন্ট স্থানীয় প্রার্থী দাঁড় করিয়েছে। স্থানীয় প্রার্থী নাম ঘোষণা করার সাথে সাথে বামফ্রন্ট শাসকদল বিজেপি কে চাপে ফেলে দিয়েছে।বি জে পি এখন স্থানীয় প্রার্থী নাম ঘোষণা করতে বাধ্য হবে।বি জে পি স্থানীয় প্রার্থী বাদ দিয়ে বহিরাগত প্রার্থী দাঁড় করানোর তৎপরতা শুরু করে ছিল।এখন বিষয়টি নিয়ে ভাবতে হবে।নাহলে বিজেপি কে প্রচন্ড চাপে পড়তে হবে।
বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান নারায়ন কর বলেছেন বামফ্রন্টের প্রার্থীগন আগামী ১৬ আগষ্ট সকালে মনোনয়ন পত্র জমা দিবেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৭ আগষ্ট।
শ্রীকর নির্বাচন কে সুষ্ঠ অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ওয়েব ব্যবস্থা গ্ৰহনের দাবি করেন। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ভোট করার ও দাবি করেন।।
