ধনপুর কেন্দ্রে প্রতিমা ভৌমিকেই শেষ কথা

ত্রিপুরায় আরো রেল দেয়ার দাবি জানালেন প্রতিমা

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৩ আগষ্ট। রাজ্যের জন্য আরও বেশকিছু ট্রেন চালু করার দাবি জানান সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার সাথে দেখা করে এই দাবিগুলো কথা তুলে ধরেন শ্রীমতি ভৌমিক। রেলমন্ত্রী শ্রীমতিভৌমিক কথা মনোযোগ সহকারে শোনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া আশ্বাস দিয়েছেন।
শ্রীমতিভৌমিক রাজ্য থেকে আরো এক জোড়া ট্রেন আগরতলা -দেওঘর- আগরতলা মধ্যে চালু করতে দাবি করেন।এখন দেওঘর -আগরতলা মধ্যে যাতায়াত করে একটি সাপ্তাহিক ট্রেন। এই ট্রেন করে দেওঘর যাবার যাত্রীদের রাজ্যে ফিরে আসার জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে হয়। একজোড়া ট্রেন চালু হলে এই অসুবিধা থাকবে না। বিষয়টি সমাধানের জন্য রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে শ্রীমতিভৌমিক জানান।
এছাড়া আগরতলা – পুরি আগরতলা সহ আগরতলা – বৃন্দাবন – আগরতলা মধ্যে সপ্তাহে একজোড়া দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালু করতে দাবি করেন শ্রীমতিভৌমিক।
আরো দাবি করেন আগরতলা এবং গুহাটি – আগরতলা মধ্যে নিয়মিত ট্রেন চালু করতে। রেলমন্ত্রী অশ্বিনী কুমার সাথে সাথে রেল মন্ত্রক কে নির্দেশ দেন এই রেল চালু করতে। আগরতলা -ধর্মনগর – আগরতলা মধ্যে আরও ডেমু ট্রেন সংখ্যা বৃদ্ধি করতে। তাহলে যাত্রীদের দুর্ভোগ কমবে।