হাবেলী ডিজিটাল ডেস্ক। ১২ আগষ্ট। আগরতলা। বিধানসভা উপনির্বাচনে বি জে পি কে রুখতে আজ সকালে সি পি আই এম রাজ্য অফিসে কংগ্রেস, তিপরা মথা দল এবং সি পি আই এম তিন দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়।বি জে পি কে সব দলেই নীতি গত ভাবে একমত।কিন্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে নি।
তিন দলের রাজ্য নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে সোনামুড়া মহকুমার নির্বাচন কেন্দ্র ধনপুর এবং বক্সনগর সফরে যাবেন। সেখানে প্রতিটি দল পৃথক পৃথক ভাবে সর্বদলীয় স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হবে। তাদের মতামত জানবে। তারপর তিন দলের রাজ্য নেতৃবৃন্দ পুনরায় আগরতলায় বৈঠকে মিলিত হবে। আগামী ১৭ আগষ্ট মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন ধার্য করা হয়েছে।
এদিকে আজ সকালে সি পি আই এম রাজ্য অফিসে দলের সাধারণ সম্পাদক জিতেন চৌধুরী ও রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে, রাজ্য কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায়বর্মণ এবং তিপরা মথা দলতথা বিধানসভা বিরোধী নেতা অনিমেষ দেবর্বমা বৈঠকে উপস্থিত ছিলেন।
শ্রীদেবর্বমা সাংবাদিকদের জানিয়েছেন কংগ্রেস এবং সি পি আই এম ডাকে এই বৈঠকে মিলিত হয়েছেন। রাজ্য বিধানসভা নির্বাচনে বিরোধী দলের পক্ষে ৬০ শতাংশ ভোট পড়েছে। ভোট ভাগাভাগি কারণে বিরোধী দল সরকার গঠন করতে পারে নি।কিন্ত বি জে পি মাত্র ৪০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে।বি জে পি কে আটকাতে হলে তিনদলীয় জোট গঠন করতে হবে।সব দল ঐক্যমতে পৌঁছাতে এই বৈঠকে মিলিত হওয়া। শ্রীদেবর্বমা আমি একক ভাবে কোন সিদ্ধান্ত নিতে পারব না। আলোচনা যা হয়েছে। সেই বিষয়গুলো দলের সুপ্রিমো কাছে তুলে ধরা হবে।দলের সুপ্রিমো সিদ্ধান্ত নিবেন।
রাজ্য সভাপতি আশিষ কুমার সাহা কে ডিঙ্গিয়ে কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা দলের কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব করেছেন বক্সনগর কেন্দ্রে বিলাল মিয়া এবং ধনপুর কেন্দ্রে পৃথক প্রার্থী নাম ঘোষণা করতে। কংগ্রেস দলের গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে বেরিয়ে আসাতে শাসক দলের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ কারণে শাসকদল বি জে পি উপনির্বাচনে এগিয়ে থাকতে পারে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা।
