হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১০ আগষ্ট। আসন্ন বিধানসভা উপনির্বাচনে ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী চয়নের ক্ষেত্রে শাসকদলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকেই শেষ কথা বলবেন । শ্রীভৌমিক কে অবজ্ঞা করে শাসকদল প্রার্থী চয়ন করেন । সেই ক্ষেত্রে উপনির্বাচনে কতটা সফল হবে তা সময়ে বলবে বলে স্থানীয়দের অভিমত।
১৯৯৩ সাল থেকে শ্রীভৌমিক ধনপুর বিধানসভা কেন্দ্রে সি পি আই এম দলের রক্তচক্ষুর সামনে বুক চেতিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ করেছেন।সি পি আই এম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তণ মুখ্যমন্ত্রী মানিক সরকার সাথে লড়াই করেছেন।২০১৮ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে ভারতীয় জনতা পার্টির জোয়ার বসলেও ধনপুর কেন্দ্রে সি পি আই এম ধরে রাখতে পারে।২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিপরা মথা দলের ভোট কাটাকাটি তে বি জে পি প্রার্থী শ্রীভৌমিক ধনপুর কেন্দ্রে জয়ী হন।
উপনির্বাচনে তিপরা মথা দল প্রার্থী দাঁড় না করে তাহলে বি জে পি আসনটি সি পি আই এম থেকে ছিনিয়ে আনতে কাঠখড় পোড়াতে হবে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের অভিমত।
অন্যদিকে বি জে পি রাজ্য কমিটি সাম্প্রতিক কালে ধনপুর কেন্দ্রে ৫৯ টি বুথে এক সাথে একদিনে সংগঠনের কাজ করা হয়েছে।কিন্ত সেদিন শ্রীমতিভৌমিক এলাকায় উপস্থিত ছিলেন না। এই নিয়ে দীর্ঘ দিনের কর্মী সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। শ্রীমতিভৌমিক কে উপেক্ষা করে প্রার্থী ঘোষণা করা হয়। সেই ক্ষেত্রে দলে একাংশ কর্মীসমর্থকরা নিরবে সড়ে দাঁড়ালে সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন দেখার কত সহজে দল আসনটি পুনরায় দখলে আনতে সক্ষম হয়। সব দলের প্রার্থীর নাম ঘোষণা করার পর ধারণা করা সম্ভব হবে।
