হাবেলী ডিজিটাল ডেস্ক।১১ আগষ্ট। আগরতলা। আগামী সেপ্টেম্বরে ডেন্টাল কলেজে পড়াশোনা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নতুন ডেন্টাল কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি কলেজের সব কিছু পরির্দশন করেছেন।
তিনি বলেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি আসলে পরেই লেখাপড়া কাজ শুরু করা হবে।
রাজ্যের ২৩জনের মত প্রথমবার ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে।রাজ্যের ছেলে মেয়ে দের ডেন্টাল বিষয়ে পড়তে বহিরাজ্যে যেতে হবে না।ডেন্টাল কলেজ আই জি এম হাসপাতালে নবনির্মিত ভবনের মধ্যে এখন চালু করা হবে। এই কলেজ চালু হলে রাজ্যবাসী তিনটি মেডিকেল কলেজ পাবে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ঐকান্তিক প্রচেষ্টায় ডেন্টাল কলেজ খোলা হচ্ছে।
ধলাই জেলা আমবাসা তে বেসরকারি বিনিয়োগ মাধ্যমে মেডিকেল কলেজ খোলার প্রচেষ্টা চালানো হচ্ছে।
