উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি

উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি

হাবেলী ডিজিটাল ডেস্ক। ১১ আগষ্ট। আগরতলা। রাজ্য বিধানসভা দুই টি আসনে উপনির্বাচন হবে। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সাথে মনোনয়ন পত্র জমা দেয়ার কাজ শুরু হয়েছে।চলবে ১৭ আগষ্ট পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে আগামী ১৮ আগষ্ট। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ১৯ আগষ্ট। আগামী ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। ভোট গননা করা হবে আগামী ৮ সেপ্টেম্বর। ঐ দিন ফল প্রকাশ করা হবে।
১০ সেপ্টেম্বর মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।
২০ নং বক্সনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৮৭ জন। চাকুরী জীবি ভোটার ৭৫ জন।৫১ টি ভোট গ্ৰহন কেন্দ্র রয়েছে।
২৩ নং ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোট ভোটার সংখ্যা ৫০হাজার ১৪৭ জন। চাকুরী জীবি ভোটার ৮৫ জন।৫৯ টি ভোট গ্ৰহন কেন্দ্র রয়েছে।
ঐ বিধানসভা কেন্দ্র গুলোতে নির্বাচন আচরণবিধি লাগু করা হয়েছে। নির্বাচন বিধি ভঙ্গ কারি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এই জন্য সমগ্ৰ বিধানসভা কেন্দ্রে নিরাপত্তা বাহিনী মজুত করা হয়েছে।
এখানো কোন রাজনৈতিক দল প্রার্থী নাম ঘোষণা করে নি।আশাকরা হচ্ছে আগামী ১৬ এবং ১৭ আগষ্ট মনোনয়ন পত্র জমা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *