বিধানসভা উপ নির্বাচনভোট ৫ সেপ্টেম্বর

হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৮ আগষ্ট। আগামী ৫ সেপ্টেম্বর রাজ্য বিধানসভা ২৩ নং ধনপুর এবং ২০ নং বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ভোটের ফলাফল প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর। আজ ভারতের নির্বাচন কমিশন এক বিবৃতিতে এসংবাদ জানিয়েছেন।
এই সময়ে দেশের বিভিন্ন রাজ্যে ও বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজ্য বিধানসভা উপনির্বাচনে ১৭ আগষ্ট মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ১৮ আগষ্ট।২১ আগষ্ট মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন। ভোট গ্রহণ করা হবে ৫ সেপ্টেম্বর। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৮সেপ্টেম্বর। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে ১০ সেপ্টেম্বর মধ্যে।
উল্লেখ্য বিধানসভা নির্বাচনে ধনপুর সাধারণ কেন্দ্র থেকে প্রতিমা ভৌমিক বি জে পি দলের টিকেটে লড়াই করে জয়ী হয়ে ছিল। দীর্ঘ বছর পর প্রথম বি জে পি সি পি আই এম হাত থেকে আসনটি ছিনিয়ে আনতে সক্ষম হয়।
কিন্ত শ্রীভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে আসীন রয়েছেন। সেই অবস্থায় শ্রীমতিভৌমিক কে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসাতে হয়।কিন্ত ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী পদে ডাক্তার মানিক সাহা কে আগে থেকেই নির্বাচন করে রেখে ছিল। তিনি জয়ী হয়ে আসাতে বি জে পি বাধ্য হয় শ্রীসাহাকে মুখ্যমন্ত্রী করতে।
শ্রীমতি ভৌমিক কে দল কেন্দ্রীয় মন্ত্রী সভায় রেখে দেন।যার কারণে বিধানসভা নির্বাচনে জয়ী হবার ১৩ দিনের মাথায় বিধায়ক পদে ইস্তফা দিতে হয়।ফলে আসনটি শূন্য হয়ে যায়।
অন্যদিকে ২০ নং বক্সনগর কেন্দ্রের সি পি আই এম বিধায়ক সামশুল হক হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান। ফলে এই আসনে ওবিধায়ক শূন্য হয়ে পড়েছে।এক‌ই সাথে দুই টি কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে।
উপনির্বাচনে কাদের দখলে আসন দুই টি যায়। এই নিয়ে চলছে চুল ছেড়া হিসেব নিকেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *