হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৭ আগষ্ট। রাজ্য বি জে পি পর্যবেক্ষক পদে জি আর রবীন্দ্র রাজু দায়িত্ব গ্ৰহন করলেন।বিদায় নিলেন ফনিন্দ্র নাথশর্মা।
লোকসভা নির্বাচনে আগে ভারতীয় জনতা পার্টি কে ডেলে সাজাতে সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন পর্যবেক্ষকদের নিয়োগ করেছেন।
সেই হিসেবে ত্রিপুরা এবং আসাম রাজ্যের সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দেয়া হয়েছে শ্রীরাজুকে।রাজ্যের সাংগঠনিক সম্পাদক পদে থেকে দীর্ঘদিন যাবৎ কাজ করেছিলেন ফনীন্দ্রনাথশর্মা।
শ্রীনাথশর্মা ২০১৬ সাল থেকে রাজ্যের সাংগঠনিক পদে থেকে রাজ্য সংগঠন পরিচালনা করেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বিমান বন্দরে। দলের পক্ষ থেকে নজরুল কলা কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্বোধনা জানানো হয়েছে।
শ্রীরাজু রাজ্যে এসেই তিনি দলের সাংগঠনিক কাঠামো এবং কর্মসূচি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। খুব শীঘ্রই তিনি দুই বিধানসভা উপনির্বাচনে কার্যক্রম পরিচালনা করবেন। উপনির্বাচনে পরেই লোকসভা নির্বাচনের জন্য দলকে পরিচালনা করতে হবে।
রাজ্য নেতৃবৃন্দ খুব ই আশাবাদী শ্রীরাজু তত্ত্বাবধানে দল আরো শক্তিশালী ওমজবুত হবে।
