হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৭ আগষ্ট। টানা কয়েক দিনের বৃষ্টি রাজ্যের সর্বত্র হওয়ায় কৃষকদের মধ্যে হাসি ফোটে উঠেছে।জল জমেছে জমিতে।সকলে এখন জমি তৈরির কাজে ব্যস্ত।জমি তৈরির সাথে সাথে বীজতলার চারা রোপণ করা শুরু হয়েছে। এই বছর জলের অভাবে অনেক চাষী জমিতে সময় মত চারা রোপণ করতে পারে নি।অন্যান্য বছরে এই সময়ের মধ্যে জমিতে ধান চারা রোপণ শেষ করে। তারপর জমিতে ধান চারা রোপণ পর জঙ্গল বাছাই কাজ চলতে থাকে।
এই বছর জলের অভাবে দক্ষিণ জেলা বিস্তীন্ন অঞ্চল চাষের জমিতে সময় মত চাষ দেয়া যায় নি। জলের অভাবে জমি শুকিয়ে কাঠ হয়ে ছিল। বীজতলায় চারা জলের অভাবে শুকিয়ে যাবার উপক্রম হয়। অন্যদিকে যদি আরো এক সপ্তাহ পরে বৃষ্টি হতো। তাহলে অনেক চাষী এই বছর আমন ধানের চারা রোপণ করতে পারত না। নির্দিষ্ট সময়ের মধ্যে জমিতে ধান চারা রোপণ করতে না পারে। তাহলে ধানের উৎপাদন ভাল হবে না।
অন্যদিকে গত কয়েক দিনের বৃষ্টি তে নীচু জায়গায় জমিতে জল জমে গেছে। বেশি জল জমে যাবার কারণে অনেক চাষী এখন সেই সব জমিতে ধান চারা রোপণ করতে পারবে না। ধারনা করা হচ্ছে ভাদ্র মাসের মধ্যে চারা রোপণ করতে হবে। এই সময়ের মধ্যে চারা রোপণ করতে না পারে তাহলে সেই সব জমি তে এই বার আর ধান চাষ করা হবে না।
রাজ্যের সর্বত্র এখন চাষীরা চারা রোপণ নিয়ে ব্যস্ত। আগামী এক সপ্তাহের মধ্যে সর্বত্র চারা রোপণ কাজ হবে বলে আশা করা হচ্ছে।
