হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৭ আগষ্ট। মোদী সরকারের আমলে অমৃত ভারত উন্নতমানের ষ্টেশনপ্রকল্পে ১৩০৯ টির মধ্যে ত্রিপুরা পেল তিন টি রেল ষ্টেশন। এই প্রকল্পের প্রথম ধাপে ৫০৮টির ত্রিপুরার স্থান হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের রেল স্টেশন গুলো কর্মযজ্ঞ সূচনা করা হয়েছে।
এই উপলক্ষে রাজ্যের তিনটি রেল ষ্টেশন এ তিনটি অনুষ্ঠানে আয়োজন করা হয়। উদয়পুর ষ্টেশনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক,। কুমার ঘাট ষ্টেশনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী সুশান্ত দাস।বিধায়ক ভগবান দাস এবং ধর্মনগর ষ্টেশনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্দু সেন, সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যগন উপস্থিত ছিলেন।
তিনটি রেল ষ্টেশন কে অত্ আধুনিক ভাবে গড়ে তোলা হবে। তাতে থাকবে অত্যাধুনিক যাত্রী নিবাস, শপিং মল, ফুড কোর্ট, ক্যাফেটারিয়া, এস্কেলেটর এবং লিপট। এছাড়া ষ্টেশনে থাকবে স্থানিয় সংস্কৃতি,ঐতিহ্য এবং নির্মাণ শিল্পকে প্রাধান্য দেয়া হবে।
এই তিনটি ষ্টেশনের জন্য বরাদ্দ অর্থ এই রকম ধর্মনগর ৩২ কোটি ৬ লাখ টাকা, কুমার ঘাট ষ্টেশনে জন্য ৩০ কোটি ২৪ লাখ টাকা এবং উদয়পুর ষ্টেশনে জন্য ৩৩ কোটি ৮২ লাখ টাকা।
