ডিজিটাল ডেস্ক। আগরতলা।৩ আগষ্ট। পুনরায় রেশনসপে মাধ্যমে মসুর ডাল ভোক্তাদের মধ্যে বন্টন করা হবে। রেশনসপে মসুর ডালের দাম কমানোর কথা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ঘোষণা করলেন।
আজ সাংবাদিক সম্মেলনে খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন রাজ্যে মসুর ডাল বহি:রাজ্য থেকে নিয়ে আসার ক্ষেত্রে কিছু অসুবিধা হয়েছিল। সেই সমস্যা সমাধানের পর রাজ্যে ১৩শত মেট্রিক টন ডাল রাজ্যে এসে পৌছে গেছে। রেশনসপে মসুর ডাল পৌঁছে দেয়া হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলোর ডাল ও পৌঁছে যাবে বলে তিনি জানান।
তিনি আরো বলেছেন প্রতি কেজি ডালের দাম ২ টাকা করে কমিয়ে দেয়া হয়েছে।
আগে এ পি এল ভুক্তদের প্রতিকেজি ৮৪ টাকা এবং বি পি এল ভুক্তদের প্রতিকেজি ৫৯ টাকা করে দেয়া হয়েছে। এখান ঊভয় ক্ষেত্রে প্রতিকেজি তে ২ টাকা করে কমানো হয়েছে।
রাজ্যে বর্ষা মৌসুমে খাদ্য সামগ্রী পযাপ্ত মজুত রয়েছে। বাজারে খাদ্য সামগ্রী নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে পারে সেই জন্য বাজারে উপর খাদ্য দপ্তরের নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরো বলেছেন রেশনসপে দুর্নীতির অভিযোগ পাওয়ায় ৫ টি দোকান লাইসেন্স বাতিল করা হয়েছে।২৭৭জন রেশনসপে ডিলারকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।
