হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৩ আগষ্ট । উপনির্বাচনে আগেই আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেল পথে আরেকটি ডেমু ট্রেন চালু করার কথা ঘোষণা করা হয়েছে।আজ রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তিনি আরো জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী কাছে চিঠি দিয়ে দাবি করা হয়েছিল আগরতলা থেকে সাব্রুম। আগরতলা থেকে ধর্মনগর মধ্যে ডেমু ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করতে। কিন্তু কেন্দ্রীয় রেলমন্ত্রী আরেকটি ডেমু ট্রেন চালু করতে মন্ত্রকে নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেছেন আগরতলা বিমানবন্দর কে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক বিমানবন্দর সব কাজ শেষ হবার পর আগরতলা থেকে চিটাগাং মধ্যে বিমান পরিষেবা চালু করা হবে। এই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বিমান পথে যাত্রী ভাড়া পড়বে সাড়ে চার হাজার টাকা।
তিনি আরো বলেন কৈলাশহর বিমান বন্দরকে চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বিমান বন্দর টি ১৯৯২ সাল থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে।
