হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২ আগষ্ট। ২০২৪ সালের জুন মাসের মধ্যে ত্রিপুরা র সাব্রুম থেকে আগরতলা হয়ে আসামের হাফলং এলাকার চন্দ্রনাথ পর্যন্ত রেলের সিঙ্গেল লাইনকে ডাবল লাইন ট্র্যাকে রূপান্তরিত করার উদ্যোগ নেয়া হয়েছে।নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জেনারেল ম্যানাজার অপারেশন সুনীল কুমার ঝা নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাথে এক বৈঠকে মিলিত হন।
রাজ্যের রেল পরিষেবা উন্নতি করার বিষয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার শ্রীসাহা সাথে আলোচনা হয়েছে।
বৈঠকে শ্রীঝা জানিয়েছেন রাজ্যের সাব্রুম থেকে আগরতলা হয়ে হাফলং চন্দ্রনাথ পর্যন্ত সিঙ্গেল রেল লাইন কে ডাবল রেল লাইন করার কাজ শুরু করা হয়েছে।
তিনি আরো বলেছেন আগরতলা থেকে বাংলাদেশের গঙ্গাসাগর ওঢাকা হয়ে কলকাতা পর্যন্ত রেল সংযোগ দিতে আগরতলা আখাউড়া রেলওয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। চলতি বছরের অক্টোবর মধ্যে এই কাজ শেষ করা হবে। এছাড়া আগরতলা – ধর্মনগর রুটে অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন চালানো সহ লোক্যাল ডেমু ট্রেন সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে বিবেচনা করা হয়।
মুখ্যমন্ত্রী শ্রীসাহা আগরতলা মুম্বাই, আগরতলা – জম্বু ও আগরতলা পুরী এক্সপ্রেস ট্রেন চালু সহ আগরতলা গৌহাটি ইন্টারসিটি ট্রেন পরিষেবা চালু বিষয়টি রেল কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে।
এন ই রেলওয়ে জেনারেল ম্যানাজার জানান, বদরপুর থেকে সাম পর্যন্ত রেল ট্র্যাকটিকে ২০২৪ সালের মার্চের মধ্যে সম্পূর্ণ বৈদুতিকরণ করা হবে।
আরো বলেন পেচারথল কৈলাশহর ও ধর্মনগর মধ্যে ৪১.৭৫ কিমি, ধর্মনগর থেকে বিলোনীয়া হয়ে বাংলাদেশের ফেনী পর্যন্ত ১৭৮.৭২ কিমি বিকল্প রেল পথের বিষয়টি রেল বোর্ডের অনুমোদন অপেক্ষায় রয়েছে।
আগরতলা,মাতাবাড়ি উদয়পুর এবং কুমার ঘাট আন্তর্জাতিক রেল ষ্টেশন এ উন্নীত করার জন্য ২৩৫কোটি ৪৫ লক্ষ টাকা প্রজেক্ট রেল বোর্ডের কাছে জমা দেয়া হয়েছে।রাজ্যে ২৩ টি রেলওয়ে ওভারব্রিজ কাজ শুরু করা হয়েছে।এখন পর্যন্ত ১২ টি ওভারব্রিজ কাজ শেষ হয়েছে।বাকি গুলো কাজ চলছে।
