টি সি এস অফিসার বদলী

হাবেলী ডিজিটাল ডেস্ক। ৩ রা মে। আগরতলা। রাজ্য সরকার টি সি এস অফিসার পর্যায়ে বেশ কিছু বদলী করেছে।তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধির্কতা রতন বিশ্বাসকে জি এ প্রিন্টিং এন্ড ষ্টেশনারী দপ্তরের অধির্কতা পদে বদলি করা হয়েছে। সাথে তিনি ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী আই এ এস কে ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত থাকবেন।
কো অপারেটিভ সোসাইটি রেজিষ্ট্রার সুইথুফ্রু মগ জি এ প্রিন্টিং এন্ড ষ্টেশনারী দপ্তরের অধির্কতা পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।সর্ব শিক্ষা অভিযানের এডিশনাল এস পি ডি বিম্বিসার ভট্টাচার্য্য কে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধির্কতা পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সুভাশিষ বন্দোপাধ্যায় কে প্রাথমিক শিক্ষা দপ্তর অধিকর্তা পদে বদলি করা হয়েছে।এক‌ই সাথে তিনি সর্ব শিক্ষা অভিযানের এস পি ডি দায়িত্ব পালন করবেন।আই জি প্রিজন এবং কর্ম বিনিয়োগ দপ্তরের অধির্কতা অদিতি মজুমদার কে অব্যাহতি দেওয়া হয়েছে।তপশিলি কল্যাণ দপ্তরের অধির্কতা এবং এম ডি জুট মিল ও এম ডি এস সি কর্পোরেশন অসীম সাহাকে কর্ম বিনিয়োগ দপ্তরের অধির্কতা অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।কর্ম বিনিয়োগ এবং মেন পাওয়ার দপ্তরের অধীনে জে আর বি টি তে ডেপুটেশনে থাকা সুমিত চক্রবর্তী কে স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি পদে বদলি করা হয়েছে।স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি দেবমিতা কিলিকদারকে জে আর বে টি তে বদলী করা হয়েছে।