হাবেলী ডিজিটাল ডেস্ক। ২৮ এপ্রিল। আগরতলা। মিজোরাম থেকে আগত রিয়াং শরনার্থী পুনর্বাসন কেন্দ্র করতে আগামী ৮ মে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি গোমতী জেলায় অমরপুর মহকুমার পশ্চিম কালাঝারি ও করবুক মহকুমা শিলাছড়িতে দুইটি রিয়াং শরনার্থী পুনর্বাসন কেন্দ্র রয়েছে।পশ্চিম কালাঝারিতে ৪৩৯ পরিবার এবং শিলাছড়িতে ২৬৪ পরিবার বসতি তুলে রয়েছে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সাথে মিলিত হয়ে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিবেন। এই সফর ঘিরে প্রশাসনের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
