হাবেলী ডিজিটাল ডেস্ক। ২৮ এপ্রিল। আগরতলা। চার মাসের জন্য আগরতলা পুর নিগম ১৪২ কোটি ১০ লক্ষ টাকা ভোট অন একাউন্ট গৃহীত হয়েছে। আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার বলেছেন ২০২৩-২৪ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি।রাজ্য সরকার ভোট অন একাউন্ট মঞ্জুর করেছেন। সেই জন্য ভোট অন একাউন্ট পেশ করা হয়েছে।
১৮১ কোটি ৮৮লক্ষ টাকা পুর নিগমের আয় হবে বলে আশা করেছেন। ঘাটতি থাকবে ২১ লক্ষ ৫২ হাজার টাকা। ঘাটতি থাকবে না।কারণ রাজস্ব আদায় ও করের শেয়ার বাবদ থেকে তা মিটে যাবে।
