আজ টি টি এএডিসি সফরে আসেন খাসি হিল স্বশাশিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য টি টু স্টার ওয়েল নেতৃত্বে এক প্রতিনিধি দল। খুমুলুঙ এ ডি সি র মুখ্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়ার সাথে এক বৈঠকে মিলিত হন। উনাদের সাথে অন্যান্য নির্বাহী সদস্য গন উপস্থিত ছিলেন।
উত্তর পূর্বাঞ্চলের দশটি স্বশাশিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য দের নিয়ে একটি ফোরাম গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ডি সি গুলো বিভিন্ন সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ফোরাম পক্ষ থেকে ডেপুটেশন দেয়া হবে।
অন্য দিকে ত্রিপুরা এবং খাসি হিল স্বশাশিত জেলা পরিষদের মধ্যে আরো সহযোগিতা বাড়িয়ে তোলার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে।যার মাধ্যমে কাষ্টমারি ল,কৃষ্টি ও সংস্কৃতি, খেলা ধুলা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আলোচনা শেষে প্রতিনিধি দল টি খুমুলুঙ সহ পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন। তিনদিনের রাজ্য সফরে গতকাল রাজ্যে এসেছে খাসি হিল স্বশাশিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য প্রতিনিধি দল। আগামী কাল উত্তর জেলায় বসবাস কারি খাসি অধুশিত গ্ৰামে ছুটে যাবার কথা রয়েছে।