হাবেলী ডিজিটাল ডেস্ক। ২৫ এপ্রিল। আগরতলা। আগামী চার মাসের জন্য আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার ১৪২ কোটি ১০ লক্ষ টাকা ভোট অন একাউন্ট পেশ করেছেন। আগামী জুলাই পর্যন্ত সময়ের বাজেট বরাদ্দ ধরা হয়েছে। গতকাল আগরতলা পুর নিগম কনফারেন্স হলে মেয়র শ্রীমজুমদার বৈঠকে তা পেশ করেছেন। আগামী ২৬ এপ্রিল আলোচনা শেষে সভায় গৃহীত হবে।২৩ বিধানসভা নির্বাচনের জন্য বাজেট বরাদ্দ পেশ করা যায় নি। সেই জন্য ভোট অন একাউন্ট পেশ করতে হয়েছে। আগামী জুলাই এ ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট বরাদ্দ পেশ করা হবে।
শ্রীমজুমদার বলেছেন চারমাসের বাজেট বরাদ্দ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের প্রকল্প সহ বিভিন্ন খাতে পুর নিগম পাবে ১৪১ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা। তাতে ঘাটতি থাকবে ২১ লাখ ৫২ হাজার টাকা।
তবে এই ঘাটতি থাকবে না সম্পত্তি কর, ট্রেড লাইসেন্স, বিল্ডিং পারমিশন সহ বিভিন্ন
খাতে জোর দেয়া হবে।তার মধ্যে ও পুর নিগমের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ যথারীতি ভাবে চলতে কোন অসুবিধা হবে না।
