রাজ্যে করোনা প্রকোপ বাড়ছে:সর্তকতা জারি : আক্রান্ত ১০ জন

হাবেলী ডিজিটাল ডেস্ক। ১৯ এপ্রিল। আগরতলা। আবার রাজ্যে করোনা প্রকোপ বাড়ছে। আক্রান্ত ১০ জন। সর্তকতা জারি। বিমান বন্দরে,রেল ষ্টেশন এলাকায় যাত্রীদের পরীক্ষা নির্দেশ জারি করা হয়েছে।র্মাস্ক পড়তে আহ্বান করা হয়েছে।
রাজ্যে রেপিড অ্যন্টিজেন পরীক্ষা মাধ্যমে‌ ৬৩৯ জনকে পরীক্ষা করা হয়েছে।তার মধ্যে ৬জনের দেহে করোনা জীবাণু পাওয়া গেছে। এখন পর্যন্ত রাজ্যে দশজন করোনাতে আক্রান্ত হয়েছে।এর মধ্যে গতকাল পশ্চিম জেলাতে ৩জন এবং উনকোটি জেলাতে ৩ জন।অন্য জেলায় এখনও করোনা আক্রান্ত হবার সংবাদ পাওয়া যায় নি।রাজ্যে ৮.০৬শতাংশ হারে বাড়ছে।সুস্থ্য হচ্ছে ৯৯.৬ শতাংশ হারে। মৃত্যু হার হয়েছে ০.৮৭ শতাংশ।রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাবার সংবাদ মিলে নি।
স্বাস্ব্য দপ্তর থেকে জানানো হয়েছে এখন আগের মত করোনা আক্রান্ত হয়ে মারা যাবে না।কিন্ত অত্যন্ত দ্রুত এর প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ে।রোগ থেকে মুক্তি পেতে ঘন ঘন হাত ধোঁয়া, ভীড়ে মধ্যে র্মাস্ক ব্যবহার করতে হবে।
প্রতিটি হাসপাতালে এবং স্বাস্থ্য কেন্দ্রে করোনা প্রতিষেধক মজুত রাখতে বিশেষ ভাবে নজর দেয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *