হাবেলী ডিজিটাল ডেস্ক। ১৯ এপ্রিল। আগরতলা। তীব্র তাপদাহে মধ্যে সমগ্ৰ রাজ্য পুড়ছে।তীব্র তাপদাহ কমছে না।বেড়ে যাচ্ছে।দহনের হাত থেকে রক্ষা পেতে হাঁস ফাঁস অবস্থা। আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে বৃষ্টির সম্ভবনা নেই বলে আবহাওয়া দফতর অভিমত।
এই গরমের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে মন্ত্রী নির্দেশ দিয়েছেন।
এই দিকে রাজ্যসরকার স্কুল ছুটি ঘোষণা দেয়ার পর সমাজ শিক্ষা কেন্দ্রের শিশুদের স্কুলে ও ছুটি ঘোষণা করা হয়েছে। সমাজ শিক্ষা কেন্দ্রের শিশুদের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এই দিকে রাজ্য সরকার জেলা শাসকদের নির্দেশ জারি করেছে বিপর্যয় মোকাবিলা টিম সচেষ্ট রাখতে।যে কোনো পরিস্থিতিতে যেন দল কাজ করতে পারে সে দিকে বিশেষ নজর রাখতে। বিশেষ দরকার ছাড়া ঘর থেকে বের হতে নির্দেশ দেয়া হয়েছে ।
