নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ দাবিতে মুখ্যমন্ত্রী দ্বারস্থ সি পি আই এম

হাবেলী ডিজিটাল ডেস্ক। ১১ এপ্রিল। আগরতলা। রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারি বাসভবনে মিলিত হলেন সি পি আই এম।সি পি আই এম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান নারায়ন কর, পবিত্র কর , মানিক দে এবং সুদন দাস ।
মুখ্যমন্ত্রী ডাক্তার সাহার সাথে আলোচনা শেষে সি পি আই এম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার সাংবাদিকদের জানান ত্রিপুরা র বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক।কারণ রাজ্যে সন্ত্রাস দমনে একাংশ পুলিশ ব্যর্থ।রাজ্যে ২ মার্চ নির্বাচনে ফল প্রকাশ হবার পর থেকে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা হুজুতি অব্যাহত রয়েছে। অপরদিকে পুলিশ বিরোধী দলের আক্রান্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিচ্ছে।
সি পি আই এম প্রমানসহ ২০১৬ টি সন্ত্রাসের ঘটনার তথ্য দিয়েছেন।৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যপালের কাছে ও ১১৯২ টি তথ্য তুলে ধরা হয়েছে বলে শ্রীসরকার জানিয়েছেন। গত একমাসে ৮১৭ টি হামলা ঘটনা সংঘটিত করা হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া অন্যান্য ঘটনা বলি তুলে ধরার পর মুখ্যমন্ত্রী ডাক্তার শ্রীসাহা প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন বিষয়গুলো কঠোর হাতে দমন করা হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *