আজ ত্রিদেশীয় কনক্লেভ বৈঠক শুরু

হাবেলী ডিজিটাল ডেস্ক। ১১ এপ্রিল। আগরতলা। আজ আগরতলায় ত্রিদেশীয় কনক্লেভ বৈঠক স্থানীয় একটি হোটেলে আরম্ভ হয়েছে। এই বৈঠকে ভারত, বাংলাদেশ, জাপানের একাধিক মন্ত্রী, রাস্ট্রদূত, বিদেশ মন্ত্রকের আধিকারিক গন রাজ্যে এসে গেছেন। ভারতের কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জি কিষান রেড্ডী এবং কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন বৈঠকে উপস্থিত থাকবেন।
অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রপ্রতি মন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ জাহাজমন্ত্রী,খালিদ মাহমুদ চৌধুরী, জাপানের রাষ্ট্রদূত হিরোসি সুজুকি , বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য রা উপস্থিত থাকবেন।
এশিয়ান কনফ্লুয়েন্সের কার্য্যনিবাহী অধিকর্তা সব্যসাচী দত্ত জানিয়েছেন তৃতীয় ভারত জাপান কনক্লেভ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে লক্ষ্যে।
ইন্দো প্রশান্ত মহাসাগরে উত্তর পূর্বাঞ্চলীয় ভারত, বাংলাদেশ এবং বঙ্গোপসাগর : বিল্ডিং পাটনার শিপ : দ্য ওয়ে ফর‌ওয়ার্ড – থিম উপর। আলোচনা চলবে দুই দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *