মেডিক্যাল ও ইঞ্জিনিয়ার এন্ট্রান্স ২০২৩ এর জন্য ত্রিপুরা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য গত বছর থেকে সুপার হানড্রেড স্কিম চালু করেছে স্কুল অব সায়েন্স।

মেডিক্যাল ও ইঞ্জিনিয়ার এন্ট্রান্স ২০২৩ এর জন্য ত্রিপুরা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য গত বছর থেকে সুপার হানড্রেড স্কিম চালু করেছে স্কুল অব সায়েন্স। এবছরও এই স্কিম জারি থাকবে। শনিবার শ্যামলী বাজারস্থিত স্কুল অব সায়েন্স কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন স্কুল অব সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,  সুপার হানড্রেড স্কিমে ১০০ জন ছাত্র-ছাত্রীকে বাছাই করা হবে। তার মধ্যে ৫০ জন জেনারেল ক্যাটাগরি, ১৫ জন এস টি ক্যাটাগরী, ১৫ জন এস সি ক্যাটাগরী, ১০ জন ওবিসি, ৫ জন সংখ্যা লঘু ও ৫ জন বি পি এল ভুক্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের নেওয়া হবে। এই ১০০ জন  ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ ও ফ্রী কোচিং দেবে স্কুল অব সায়েন্স। আগামী ১৬ই এপ্রিল তাদের কে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে বলে অভিজিৎ ভট্টাচার্য জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *