বামুটিয়া মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সেবা সপ্তাহ কর্মসূচি হাতে নেওয়া হয় বিজেপির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে৷ সেবা সপ্তাহের কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার দুর্গাবাড়ি মেলার মাঠ এলাকায় দশমী ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন এবং দশমী ঘাট বট গাছের নিচে থাকা মূর্তি বিসর্জন করেন এবং পুরো মেলা প্রাঙ্গণ পরিষ্কার করেন কারণ কিছু দিন বাদেই এই মাঠে অনুষ্ঠিত হবে ২ দিন ব্যাপী বৈশাখী মেলা৷এবং আগামী দিনেও এই কর্মসূচি জারি থাকবে এবং বামুটিয়া মণ্ডল যুব মোর্চা সমাজের স্বার্থে বিভিন্ন সামাজিক সাংসৃকতিক কর্মসূচি করবেন বলে জানান ৩ নং বামুটিয়া মণ্ডল যুব মোর্চার সভাপতি আদিত্য সুন্দর৷
