রেলে কাটা পরে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ঘটনা আত্মহত্যা না দুর্ঘটনা, পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ আগরতলা-সাব্রুম রেলে কাটা পরে গৌতম মজুমদারের(৫৫) মৃত্যু হয়েছে। মনুবাজার রেল স্টেশন সংলগ্ন রবিদাস সেবাশ্রম এলাকায় রেললাইনে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষ দেখতে পেয়ে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে গৌতম মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।