রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানালেও একাংশের অত্যুৎশাহী দলীয় কর্মীরা হিংসার বাতাবরণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে৷ বিরোধী দল সিপিআইএমের এক কর্মীকে আটক করে মারধর ও রান্না শেষের চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ ঘটনা রাজধানী আগরতলা শহরের পশ্চিম থানার অন্তর্গত সাউথ রামনগর এলাকায় সিপি আই এম পার্টি করার অপরাধে রিপন মিয়া নামে এক সিপি আই এম কর্মীকে বেধড়ক মারধর করে এলাকারই নেশাখোর এবং নেশা বিক্রেতা এক যুবক৷ সিপিআইএম কর্মী রিপন মিয়া অভিযোগ করেন নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর তার দোকান বন্ধ করে দেওয়া হয়৷বাড়িতেও যেতে পারছিলেন না৷ অবশেষে শুক্রবার সাউথ রামনগর এলাকায় নিজ বাড়িতে যান সেখান থেকে দোকানে আসার পথে এলাকার যুবক ভক্ত দে রিপন মিয়াকে বাড়ির সামনে মারধর করে বলে অভিযোগ করেন৷ যার চিত্র ধরা পড়ে সিসি ক্যামেরায়৷ অবশেষে রিপন মিয়া পশ্চিম থানায় ছুটে এসে ভক্ত দে নামে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে৷ রিপন মিয়া আরো অভিযোগ করেন ভক্ত দে নামে ওই যুবক তাকে মারধরের পাশাপাশি ধারালো ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে৷৷ এরই মধ্যে রিপন মিয়ার এক আত্মীয় ঘটনাস্থলে ছুটে এসে তাকে কোনভাবে ওই যুবকের হাত থেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়৷৷ রিপন মিয়া পশ্চিম থানার মামলা দায়ের করার পর সেই মামলাটির কপি বটতলা পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই পুলিশ জানায়৷ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানান এবং অবিলম্বে ভক্ত দেকে গ্রেপ্তার দাবি জানান৷
