রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি খুবই কম। কিন্তু, রক্তদানে মহিলাদেরও এগিয়ে আসতে হবে। আজ আগরতলা প্রেস ক্লাবে স্পন্দন সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উদ্বেগের সুরেই একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা।
তাঁর কথায়, রক্তের কোনো রাজনৈতিক দল, জাতপাত কিংবা রঙ হয়না। তার ধর্ম একটাই, তা হল মানব সেবা করা। মানব সেবা সঠিক ভাবে হলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
এদিন তিনি কিছুটা উদ্বেগ প্রকাশ করে বলেন, রক্তদান শিবিরে মহিলাদের সংখ্যা খুবই নগণ্য। তাই তিনি মহিলার রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, সরকারে কোন দল রয়েছে, সেটা বড় কথা নয়। সমাজ পরির্বতনে যারা এগিয়ে আসবে তাঁদের সাথেই বিজেপি সরকার থাকবে। এই দিশা নিয়েই কাজ করছে ত্রিপুরা সরকার, দাবি করেন তিনি।