‘বাংলায় তোষণের রাজনীতি চলছে’, তোপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

কলকাতায় জাতীয় গ্রন্থাগারে সংবর্ধনা সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলার সংস্কৃতি কোথায় গেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, বাংলায় শুধুমাত্র হিংসা এবং তোষণের রাজনীতি হয়। গত পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শতাধিক রাজনৈতিক খুনের ঘটনা ঘটে। এবারেও পঞ্চায়েত নির্বাচনের আগেও বাংলায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গ টেনেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মানিক সাহার দাবি, ত্রিপুরার বিধানসভা নির্বাচনে দিনে একটাও হিংসার ঘটনা ঘটেনি। সেখানের বিরোধীরাও জানিয়েছে যে তারাও সুখে আছে। এরই বিপরীত চিত্র বাংলায়।‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ তথা এক নতুন বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে কলকাতা জাতীয় গ্রন্থাগারে একটি সভা করে BJP। শুক্রবার ওই সংবর্ধনা সভায় ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার আত্মিক সম্পর্ক বিদ্যমান। ভাষা-সংস্কৃতি-খাদ্যাভ্যাস কিংবা রাজনৈতিক পটভূমি সবেতেই আমাদের সম্পর্ক চিরকালের। কিন্তু বিগত দশকে পশ্চিমবঙ্গের অরাজক রাজনৈতিক পরিস্থিতি বারে বারে ব্যাথিত করেছে আমাদেরকেও।” মানিক সাহা বলেন, “বাংলার নিজস্ব সংস্কৃতি ছিল। এখন কোথায় গেল সেই সংস্কৃতি? এখানে শুধু তোষণের রাজনীতি চলে। আমরা আগে বলতাম ‘আজ বাংলা যা ভাবে, ভারত তা পরদিন ভাবে’। কিন্তু এই সংস্কৃতি কোথায় গেল?” তিনি বলেন, “ত্রিপুরায় কোন রাজনৈতিক খুন হয় না। কিন্তু বাংলায় কেবল হিংসা এবং বোমাবাজির ঘটনা ঘটে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *