কৈলাসহরে বিজেপির দেওয়াল লিখন শুরু

সর্বভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সাথে কৈলাসহরেও আগামী সাত দিন ’’সেবা সপ্তাহ’’ পালিত হবে৷ তারই অংগ হিসাবে  কৈলাসহর পুর পরিসদের কালীপুর এলাকায় মন্ত্রী টিংকু রায় দেওয়াল লিখন শুরু করেন৷ দেওয়ালে দলের প্রতিক চিহ্ণ পদ্ম ফুলের ছবি আঁকেন মন্ত্রী টিংকু রায়৷ দেওয়াল লিখনের সময় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য বিমল কর, বিজেপি নেতা দুলাল দাশ, প্রশান্ত দে, কৈলাসহর পুর পরিসদের সদস্য সিদ্ধারথ রায়, প্রাক্তন কাউন্সিলর বাদল মালাকার সহ দলের অন্যান্য নেতৃত্বরা৷ দেওয়াল লিখন শেষে মন্ত্রী টিংকু রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে, দলের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সাথে গোটা ত্রিপুরা রাজ্যেই গতকাল ছয় এপ্রিল দলের প্রতিস্টা দিবস পালিত হয়েছে৷ একই সাথে ছয় এপ্রিল থেকে আগামী চৌদ্দ এপ্রিল অব্দি সাতদিন ব্যাপী সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ’’সেবা সপ্তাহ’’ পালিত হবে৷ এই সাত দিন সেবা সপ্তাহ উপলক্ষে প্রতিটি বিধানসভা এলাকায় দলের কার্যকর্তারা স্বচ্ছ ভারত অভিযান, জলাশয় পরিস্কার পরিচ্ছন্ন করা, দেওয়াল লিখন, জনসংযোগ অভিযান সহ নানান সামাজিক কর্মসূচী করবে৷ এরই অংগ হিসাবে কৈলাসহর মন্ডলের অধীনে পুর পরিসদের কালীপুর এলাকায় মন্ত্রী নিজে দেওয়াল লিখন করেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *