সংহতিকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো ব্লাডমাউথ

সংহতি-‌৯৭/১০(১৮.৩)

ব্লাডমাউথ-‌৯৯/‌২(১০.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।।সংহতির বাধা অনায়াসেই টপকালো ব্লাডমাউথ ক্লাব। শুক্রবার ব্লাডমাউথ জয়লাভ করে ৮ উইকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে সংহতির গড়া মাত্র ৯৭ রানের জবাবে ব্লাডমাউথ ৫৫ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ‘‌বুড়ো ঘোড়া’ আখ্যা পাওয়া বাপ্পা দাস এদিনও ব্যাট হাতে দুরন্ত ছিলেন। করেন ৪৭ রান।‌ রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। ব্যাটিং দুর্বলতা আবারও নজরে পড়লো। আর সেই ব্যাটিং দুর্বলতার জন্যই একের পর এক ট্রফি হাতছাড়া হচ্ছে সংহতি ক্লাবের। সুপার ডিভিশন, নকআউট ট্রপি হাতছাড়ার পর টি-‌২০ ট্রফিও কার্যত হাতছাড়া হলো সংহতি ক্লাবের। এম বি বি স্টেডিয়ামে শুক্রবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ব্লাডমাউথের বোলারদের সাড়াশি আক্রমণে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় সংহতির ইনিংস। দল ১৮.‌৩ ওভার ব্যাট করে মাত্র ৯৭ রান করতে সক্ষম হয়। সম্রাট সূত্রধর ছাড়া দলীয় ব্যাটসম্যানদের ব্যর্থতায় নাজেহাল সংহতি। দলের পক্ষে সম্রাট ৩১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, প্রতিক সারগাদে ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং শারুখ হুসেন ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ব্লাডমাউথের পক্ষে অরবিন্দ ভর্মা (‌৩/‌১২), স্বরব সাহানি (‌২/‌১৫) এবং স্বপন দাস (‌২/‌১৮) সফল বোলার। ‌‌‌জবাবে খেলতে নেমে ১০.‌৫ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্লাডমাউথ। দলের পক্ষে ওপেনার বাপ্পা দাস ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ এবং প্রশান্ত ভান্ডারি ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ (‌অপ:‌) রান করেন। ‌‌

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *