বিজেপির প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে চন্দ্রপুর বাজারে স্বচ্ছ ভারত অভিযান

শুক্রবার সকালে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর বাজারে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা গত বিধানসভায় নির্বাচনে এলাকার বিজিতা প্রার্থী রাজীব ভট্টাচার্য৷ তিনি জানান, সপ্তাহব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছে দল, তারই অঙ্গ হিসেবে ২৫ নং ওয়ার্ডের উদ্যোগে এই স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়৷ মূল লক্ষ্য হলো শুধু দলের জন্য কাজ করা নয়, সমাজের জন্যও ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে জানান তিনি৷ বিজেপির প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবেই এই সামাজিক কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তাদের সভাপতি৷ এদিনের সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি ব্যবসায়িসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ শুধু চন্দ্রপুর বাজারেই নয় রাজ্যের সবকটি বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এধরনের স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করার জন্য বিজেপির প্রদেশ সভাপতি দলীয় নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন শুধু রাজনীতির জন্য রাজনীতি করলে চলবে না সমাজের জন্য সেবা করার মানসিকতা নিয়ে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে৷ আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে নিজেদের সংগঠনের অন্তর্ভুক্ত করতে হবে৷৷ সেবামূলক কাজের মধ্য দিয়েই তাদেরকে কাছে টেনে আনার জন্য  বার্তা দেন৷ সুপ্রভাত চন্দ্রপুর বাজারে স্বচ্ছ ভারত অভিযান কে কেন্দ্র করে স্থানীয় মানুষজনের মধ্যেও দারুন উদ্দীপনা পরিলক্ষিত হয়৷
 বিজেপির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে৷ এই সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে শুক্রবার আগরতলা পুর নিগমের ২২ নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়৷ এইদিন লালবাহাদুর দীঘির পারে বৃক্ষ রোপণ করা হয়৷ উপস্থিত ছিলেন  বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলার হিমানী দেববর্মা, ওয়ার্ডের সভাপতি সহ অন্যানরা৷ এইদিন ৬০ টি গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানান বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *