পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান জানালেন উপজাতি কল্যাণ মন্ত্রী

শুক্রবার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত পূর্ণ চন্দ্র করবং পাড়া এসবি সুকলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷বিদ্যালয়ের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীকে কাছে পেয়ে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্র ছাত্রীদের মধ্যে উৎফুল্লতা ৷ তিনি হলেন রাজ্যের জন জাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা, এলাকার গ্রাম প্রধান সহ অন্যান্যরা৷ মন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন এই বিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে৷ এর মধ্যে মিড ডে মিলের জন্য ডাইনিং হল নেই৷ অচিরেই এই অসুবিধা গুলি নিরসনের ব্যবস্থা করে দেবেন বলেও জানান৷ তিনি বিদ্যালয়ের পঠন পাঠন ও অন্যান্য ব্যবস্থার প্রশংসা করেন৷ ক্রিড়া প্রতিযোগিতার শেষে   শিক্ষার্থীদের মধ্যে সুকল ব্যাগ,ছাতা ও অন্যান্য শিক্ষণ সামগ্রী তুলে দেন মন্ত্রী৷ এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন পড়াশোনার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে৷ খেলাধুলা মধ্য দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব৷ সুস্বাস্থ্যের অধিকারী না হলে পড়াশোনায় মনোযোগ আসবেনা৷ শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরকেও ছেলেমেয়েদের খেলাধুলায় আকৃষ্ট করার জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী৷৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *