ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্যশাখার দুদিন ব্যাপী সম্মেলন শুরু

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ শনিবার আইএম এ হাউসে ত্রিপুরা রাজ্য সরকার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ দু দিনব্যাপী রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান এসোসিয়েশনের রাজ্য সভাপতি দামোদর চ্যাটার্জী৷
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৩তম অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত হবে৷ ৮ ও ৯ই এপ্রিল আগরতলাতে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স৷ শনিবার আই এম এ- হাউসে কনফারেন্সের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ এছাড়াও বিকালের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার৷ একই দিনে বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন করা হবে৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে  সাংবাদিক সম্মেলন করে জানান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দামোদর চ্যাটার্জী৷ ছিলেন রাজ্য সম্পাদক এ কে চাকমা, কার্যকরী সম্পাদক রাজীব দেবনাথ সহ অন্যান্যরা৷ কনফারেন্সে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দামোদর চ্যাটার্জী৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *