মারাত্মক ভুল, বিবেচনার দাবি জানাল পরীক্ষার্থীরা

টেট পরীক্ষার প্রশ্ণপত্রে মারাত্মক ভুল থাকার বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পরীক্ষার্থীদের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ ফাইনাল আনসার শিট প্রকাশের সময়  সমস্যা গুলি নিরসন করার দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান টিআরবিটির পরীক্ষার্থীরা৷ টি আর বি টি-র মাধ্যমে ২০২২ সালের ২৯ ও ৩০ ডিসেম্বর টেট পরীক্ষা গ্রহণ করা হয়৷ সেই প্রশ্ণপত্রে বানান ও প্রশ্ণপত্রে একাধিক ভুল ছিল৷ পরীক্ষা প্রদানের শেষে টি আর বি টি-র নজরে একাধিকবার বিষয়টি নেয় পরীক্ষার্থীরা৷ এই সমস্ত বিষয় গুলি বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে বলে টি আর বি টি-র পরীক্ষা নিয়ামক তাদের আশ্বস্ত করেন৷ টেট ওয়ানে ২২ টি এবং টেট – টুতে ৩১ টি প্রশ্ণ নিয়ে চ্যালেঞ্জ জানানো হয়৷   বৃহস্পতিবার টি আর বি টি ফাইনাল আনসার শীট প্রকাশ করে৷ এতে টেট- ওয়ানের পরীক্ষা পত্রে  একটি প্রশ্ণে স্টার মার্ক দিয়েছে৷ আর টেট — টু তে ৩১ টি প্রশ্ণ পত্রের মধ্যে কলা বিভাগে চারটি প্রশ্ণ পত্রে স্টার মার্ক দিয়েছে৷ এই অবস্থায় সিলেবাস বহিঃভূত প্রশ্ণ পত্র গুলিতে স্টার মার্ক দেয়নি টি আর বি টি৷ এরপর উত্তর পত্রের মধ্যে রয়েছে বানান ভুল৷ তাতেও স্টার মার্ক দেওয়া হয়নি৷ এই তিনটি সমস্যার সমাধান না করেই ফাইনাল কি প্রকাশ করেছে টি আর বি টি৷ ফাইনাল আনর কি প্রকাশের সময় এই সমস্যা গুলি নিরসন করার দাব জানান পরীক্ষার্থীরা৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তারা৷ ২০১৮ তে ৮ টি এবং ২০২১ এ ৯ টি স্টার মার্ক দেওয়া হয়েছে৷ তাদের কেন বঞ্চিত রাখা হচ্ছে এই প্রশ্ণ তোলেন তারা৷ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জানান টেট পরীক্ষার্থীরা৷    

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *