বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজধানী আগরতলায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে ওই র্যালিটি রাজবাড়ীর সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। পুনরায় ওই র্যালিটি রাজবাড়ী প্রাঙ্গণে এসে শেষ হয়েছে।
এদিন যুব ও ক্রীড়া বিষয়ক দফতরের মন্ত্রী টিংকু রায় বলেন, এক সময় মানুষ গৃহ বন্দি ছিলেন। তখন করোনা মহামারি থেকে উদ্ধার করতে স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তা কখনো ভুলার নয়। সাথে তিনি দাবি করেন, যথা সময়ে ভ্যাকসিন তৈরির ফলে বিদেশীরাও আজ করোনা মহামারি থেকে মুক্তি পেয়েছেন।