ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল পানিসাগরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পানিসাগর মহকুমা প্রশাসন, পানিসাগর ব্লক, দামছড়া ব্লক ও পানিসাগর নগরপঞ্চায়েতের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পানিসাগর টাউনহলে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক বিনয়ভূষণ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা সেন, ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুভাষ আচার্য। রক্তদান শিবিরে ৩০ জন রক্তদান করেন।
