টিএফএ-র বৈঠকে ফুটবলের উত্তরণে ঐতিহাসিক পদক্ষেপ

কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দিয়ে এবারকার মরশুম শুরু হবে। এটি হবে আন্তঃ স্কুল টুর্নামেন্ট। এরপর একে একে অনূর্ধ্ব ১৩ বালক ও বালিকাদের জেলা ভিত্তিক রাজ্য আসরের পর বীরেশ্বর পাল স্মৃতি সি ডিভিশন ফুটবল লিগ এবং মহিলা ফুটবল লিগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই পাঁচটি টুর্নামেন্ট আগামী মে মাসের মধ্যে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী মাসে রাখা হয়েছে ছয়টি টুর্নামেন্ট। যথাক্রমে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের জেলা ভিত্তিক রাজ্য আসর, শশধর দত্ত স্মৃতি ওপেন স্টেট ক্লাব টুর্নামেন্ট, ননীগোপাল স্মৃতি অনূর্ধ্ব ১৯ স্টেট ক্লাব টুর্নামেন্ট, লাড়ু দত্ত স্মৃতি বি ডিভিশন ফুটবল লিগ এবং মহিলাদের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে জুন মাসে। জুলাই মাসের সূচিতে রাখা হয়েছে জেলাগুলোতে তৃণমূল পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট, যেমন- বয়স ভিত্তিক অনূর্ধ্ব ৮, অনূর্ধ্ব ১১ বালক-বালিকা উভয় বিভাগের প্রতিযোগিতা। পরে হবে জেলা স্তরীয় অনূর্ধ্ব ১৫ বালিকা ও বালকদের যুবলীগ বালকদের ইয়ুথ লীগ ফুটবল এবং খেলো ইন্ডিয়া বালিকাদের ফুটবল টুর্নামেন্ট। আগস্ট মাসে রাখা হয়েছে রাখাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট এবং চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল লিগ। আজ, শুক্রবার দুপুরে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস গৃহে সংস্থার পেট্রন, সভাপতি, সহ-সভাপতি সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকের উপস্থিতিতে জেলা ভিত্তিক ফুটবল এসোসিয়েশন অনুমোদিত সমস্ত জেলা প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩-২৪ মরশুমে এই প্রথম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বিভিন্ন বয়স ভিত্তিক ছেলে এবং মেয়েদের উভয় বিভাগে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার, স্কুল শিক্ষা দপ্তর এবং ত্রিপুরার সকল অংশের জনগণের সহযোগিতায় এই প্রতিযোগিতা সম্পন্ন হবে বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বিশ্বাস করে। টিএফএ-র সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *