গাড়ি চালানোর সময় সিট বেল্ট বাধার জন্য অভিযান ট্রাফিক পুলিশের

গাড়ির চালক ও সামনে বসা সহযাত্রীর সিট বেল্ট বাধ্যতামূলক বাধার জন্য অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ। আইন অমান্য করার দায়ে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার ওই অভিযান আগরতলায় উত্তর গেইট সংলগ্ন এলাকায় চলেছে।

জনৈক ট্রাফিক পুলিশ জানিয়েছেন, প্রতি নিয়ত যান দূর্ঘটনার বলি হচ্ছেন বহু মানুষ। তাই দূর্ঘটনাজনিত মৃত্যু রোধে বিশেষ অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক দপ্তর থেকে কিছুদিন পূর্বে বিজ্ঞাপন দিয়ে গাড়ি চালকদের সতর্ক করা হয়েছিল। গাড়ি চালানোর সময় সিটবেল্ট অবশ্যই বাঁধতে হবে। কারণ দিন দিন রাজ্যে দূঘটনা বেড়ে চলছে। কিন্তু দেখা গেছে প্রায় ৭০ শতাংশ চালক ও যাত্রীরা সিট বেল্ট ব্যবহার করছেন না। তাই আজ থেকে শুরু হয়েছে সিট বেল্ট বাধার জন্য অভিযান।
তিনি আরও জানান, আইন অমান্যকারীদের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার রাজধানীর উত্তর গেইট এলাকায় ওই অভিযান চলেছে। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *