ত্রিপুরায় চার বাংলাদেশী নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে চারজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ধমর্নগর জিআরপি পুলিশ। তবে, তাদের মধ্যে তিনজনের বাংলাদেশী পরিচয়পত্র এবং অপর জনের কাছে ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ওই আধার কার্ড ভুয়ো না কি আসল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ধর্মনগর জিআরপি থানার ওসি উত্তম কুমার কলই জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল এগারটা নাগাদ ধর্মনগর রেল স্টেশনে চারজন সন্দেহভাজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। চারজনের মধ্যে তিনজনের বাংলাদেশী নাগরিকের পরিচয় পত্র পাওয়া গিয়েছে। কিন্তু অপর জনের কাছ থেকে আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। ওই আধার কার্ড ভুয়ো না কি আসল তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, আফসার আহমেদ, সুহাগ খাঁ, সাবিনা হাওলাদার এবং রুমন হাওলাদার ওই চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে থেকে রুমন হাওলাদার কাছে ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *