রাজ্য সরকার জাতি জনজাতি সকল অংশের মানুষের কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। রাজ্যের উন্নয়ন করতে গেলে ওবিসি সম্প্রদায়কে বাদ দিয়ে উন্নয়ন করা যাবে না। আজ নলছড় দশমীঘাটে ওবিসি কর্পোরেশনের উদ্যোগে ১০০ জন রাবার চাষিকে প্রশিক্ষণ শেষে আধুনিক যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে ওবিসি কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা একথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করে ওবিসি কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা আরও বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার দেশ ও রাজ্যকে সামনের দিকে নিয়ে যাবার কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার রাবার শিল্পের উন্নয়নের জন্য কাজ করছে। রাজ্যের রাবার কাঠ থেকে বিভিন্ন আসবাবপত্র বানানোর জন্য আরও কারখানা খোলার চেষ্টা হচ্ছে।
অনুষ্ঠানে নলছড় ব্লকের ১০০ জন রাবার চাষিকে ৩০ দিনের প্রশিক্ষণ শেষে আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়। ব্লক এলাকার মায়ারাণী, তক্সাপাড়া, বগাবাসা প্রভৃতি স্থানে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিধায়ক কিশোর বর্মণ বলেন, দেশের মধ্যে রাবার উৎপাদনে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। তাকে কিভাবে প্রথম স্থানে আনা যায় সরকার সেই উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য।
