মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা

আমবাসা ব্লকে ফল ও অর্থকরি ফসল চাষে সহায়তা
মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ কার্যালয় থেকে গত অর্থবছরে আমবাসা ব্লকে ৩,৩৫৯টি পরিবারকে ফল ও অর্থকরি ফসল চাষে সহায়তা দেওয়া হয়েছে। সুবিধাভোগী পরিবারগুলিকে পেঁপে, কলা, লেবু ও সুপারির চারা বিনামূল্যে দেওয়া হয়। তাছাড়া এই যোজনায় গঙ্গানগর ব্লকের ৩৪৮২টি পরিবারকে ফল ও অর্থকরি ফসল চাষে সহায়তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *